করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) আরো এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। মৃত মোহাম্মদ সাহেব আলী (৫৭) নগরীর ইপিজেড থানার নিউমুরিং পুলিশ ফাঁড়ির কনস্টেবল ছিলেন।
এ নিয়ে এক জন উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) সিএমপির মোট ছয় জন সদস্য করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
সাহেব আলীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিএমপির কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে মারা যান সাহেব আলী। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) চাঁদপুর সদর উপজেলার পুরাতন আদালতপাড়ার বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন কনস্টেবল মোহাম্মদ সাহেব আলী। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।
সিএমপির জনসংযোগ কর্মকর্তা এডিসি (ডিবি) শাহ মো. আব্দুর রউফ বলেন, গত ২৮ জানুয়ারি দায়িত্বরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাহেব আলী। তাকে প্রথমে চট্টগ্রাম বিভাগীয় পুলিশ হাসপাতালে ও পরদিন ২৯ জানুয়ারি ঢাকার রাজারবাগ হাসপাতালে নেয়া হয়। সেখানে নমুনা পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়।
/এআর/