যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের নতুন এক ধরন পাওয়া গেছে। গত বৃহস্পতিবার চীনের বিশেষজ্ঞরা 'সার্স-কোভ-২' নামের নতুন আরেকটি ভাইরাস কোভিড-১৯ এর সাথে মিলে আরো ভয়ংকর হয়ে উঠতে পারে বলে আশংকা করা হয়েছে।
লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির একজন বিজ্ঞানী বিট করবার, এই মাসের শুরুতে যুক্তরাজ্য এবং ক্যালিফোর্নিয়ার কিছু কোভিড-১৯ কেস স্টাডি করতে গিয়ে নতুন এই ভাইরাসটির আলামত টের পান। তার মতে আমেরিকায় লস এঞ্জেলেসে করোনাভাইরাসের নতুন যে ওয়েভটি শুরু হয়েছে, তার জন্য এই 'সার্স-কোভ-২' ভাইরাসটিই দায়ী।
বেইজিং এর এক ভ্যাকসিন বিশেষজ্ঞ জানান, এই 'সার্স-কোভ-২' ভাইরাসটি যতক্ষণ না পর্যন্ত কোভিড-১৯ ভাইরাসের সাথে একত্রিত হচ্ছে, ততক্ষণ এই ভাইরাস নিয়ে ভয় পাবার কিছু নেই। কিন্তু এই দুই ভাইরাস মিলে যদি 'সার্স ভাইরাস' হিসেবে ছড়িয়ে যায়, তাহলে পরিস্থিতি নাগালের বাইরে চলে যাবে বলে ধারণা বিশেষজ্ঞদের।
এখন পর্যন্ত বের হওয়া ভ্যাকসিনগুলো এই 'সার্স ভাইরাস' প্রতিরোধে সক্ষম নয়। তাই বিশেষজ্ঞদের মাঝে এই ভাইরাসটির ছড়িয়ে পড়া নিয়ে বেশ আতঙ্ক বিরাজ করছে। এই ভাইরাসটি যেহেতু পুরোপুরি প্রতিরোধ করা আপাতত সম্ভব নয়, তাই সাধারণ ফ্লু হলে আমরা যেভাবে সচেতনতার মাধ্যমে পৃথক পৃথকভাবে মোকাবেলা করি, সেভাবেই এই ভাইরাস প্রতিহত করতে হবে।
যেখানে বায়োনটেকের ফাইজার এবং অক্সফোর্ডের এ্যাস্ট্রাজেনেকা এই নতুন ভাইরাস প্রতিরোধে ব্যর্থতা স্বীকার করেছে, সেখানে চীনের ভ্যাকসিন তৈরীর সহযোগী ব্রাজিলিয়ান প্রতিষ্ঠান সিনোভাক বায়োটেক এই নতুন ভাইরাস প্রতিরোধে সক্ষম বলে জানিয়েছেন কোম্পানীটির ডিরেক্টর ডিমাস কোভাস। চীনের ভ্যাক্সিনে অন্যান্য ভ্যাক্সিনের তুলনায় বেশি এ্যান্টিজ্যানিক এপিটোপ থাকার কারণে এই মিউটেশন সম্ভব বলে জানিয়েছেন এই বিশেষজ্ঞ।
সূত্র: গ্লোবাল টাইমস
/এইচএস/এমএইচ/