আজ শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা সাতটায় নাট্যদল এথিক এর অন্যতম জনপ্রিয় মঞ্চনাটক হাঁড়ি ফাটিবে মঞ্চস্থ হবে। থিয়েটার এপিক নাট্যদলের নাটকটির ৫৮তম প্রদশর্নী এটি।
সমাজের প্রভাবশালী ব্যক্তিরা চিরকালই নানা ধরনের জঘন্য অপরাধ করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। সেই সব বর্বর মুখোশধারী সমাজপতিদের অপ্রকাশিত অপরাধ উন্মোচন করার গল্প নিয়েই এথিক মঞ্চায়ন করবে নাটক ‘হাঁড়ি ফাটিবে’।
নাটকটিতে অভিনয় করেছেন পথিক পলাশ, এনামুল মীর, ইমতিয়াজ আসাদ, উম্মে হাবিবা মায়া, সুকর্ন আহমেদ, রবিউল হাসান রুবেল, মনি কানচন, শ্রাবণ সায়ান, কাজী প্যারিস, জিএম সালাহউদ্দিন, রিমন, রাতুল মীর, মিণ্টু সরদার প্রমুখ।
উৎপল দত্ত রচিত এই নাটকটির নির্দেশনায় রয়েছেন অপু শহীদ। প্রভাবশালীদের অপ্রকাশিত অপরাধ উন্মোচন করার এক অভিনব অভিযান ‘হাঁড়ি ফাটিবে’।
/এসএস/ওআর/