রাজধানীর দারুসসালাম থানার কল্যাণপুরে অভিযান চালিয়ে ছয় হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক চোরাকারবারি শফিকুল ইসলাম সজলকে (২৫) আটক করেছে র্যাব-১০। তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ দুই হাজার ৬৪৫ টাকাও জব্দ করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে আটকের পর বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) তার বিরুদ্ধে দারুসসালাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সৌয়েব জানান, পেশাদার ওই মাদক চোরাকারবারি দীর্ঘদিন ধরে ঢাকাসহ এর আশেপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন।
/এনএএইচ/এআর/