গাইবান্ধার গোবিন্দগঞ্জে রাস্তায় মোটরসাইকেলের হ্যান্ডেল ছেড়ে দিয়ে চালাতে গিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা বাজারের একডালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো সুমন , আব্দুল্লাহ , ও শাকিল। নিহত ওই তিন কিশোরের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান।
ওসি জানান, গোবিন্দগঞ্জের পানিতলা-রাজাবিরাট আঞ্চলিক মহাসড়কে হাত ছেড়ে দিয়ে বাইক চালাচ্ছিল তিন কিশোর। এক পর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাইল ফলকে ধাক্কা লেগে গুরুতর আহত হয় তারা।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দ্বায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
/এবি/