জাতীয় টিকেট দলের সঙ্গে কিছু বিদেশিও বিশেষ ব্যবস্থায় টিকা নিয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। তিনি বলেন, ‘জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়ার কারণে বিদেশিদের টিকা পেতে সমস্যা হচ্ছিল। সরকারের বিশেষ ব্যবস্থাপনায় জাতীয় টিকেট দলের সদস্যদের সঙ্গে কিছু বিদেশিও বিশেষ ব্যবস্থায় টিকা নিয়েছেন।’
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনা টিকার সুরক্ষা অ্যাপস উদ্বোধনের পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। নাজমুল হাসান পাপন বলেন, ‘আজকে জাতীয় ক্রিকেট দলের সদস্যরা কুর্মিটোলা হাসপাতালে টিকা নিতে এসেছিল। বিশেষ করে তারাই প্রাধান্য পেয়েছে যারা নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তা কর্মচারীরাও টিকা নিয়েছেন।’
আগামী ২২ ফেব্রুয়ারি ৫০ লাখের বদলে ২০ লাখ টিকা কেন আসবে জানতে চাইলে পাপন বলেন, ‘টিকা কখনো কমেনি। এখানে আমরা আগে পেয়ে গেছি। আমাদের চুক্তি যদি দেখেন, সেখানে ছিল টিকা অনুমোদনের পরের মাস থেকে ৫০ লাখ করে আমাদের দেবে। সেই হিসেবে আমাদের প্রথম লট আসার কথা ছিল ফেব্রুয়ারিতে। কিন্তু আমরা সেটা অগ্রিম পেয়ে গেছি জানুয়ারিতে। টিকা নিয়ে চিন্তার কোন কারণ নেই। প্রত্যেক মাসে টিকা আমরা আগে আগেই পেয়ে যাবো।’
তিনি বলেন, আমাদের টিকাদান কর্মসূচির এত সুন্দর ব্যবস্থাপনা দেখে অনেকে বুঝতেই পারছে না এটা বাংলাদেশ। উন্নত দেশগুলো তিন-চার মাস আগে থেকেই টিকা কার্যক্রমের প্রস্তুতি নিয়েও তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।
বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের এই ব্যবস্থাপনা পরিচালক আরো বলেন, ‘সবার আগে সুন্দর ব্যবস্থাপনায় টিকাদানের পুরোটাই ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতা। তিনি টিকা আসার আগেই হাজার কোটি টাকা বিনিয়োগ করে যে সাহস দেখিয়েছেন তা একমাত্র বঙ্গবন্ধু কন্যা বলেই সম্ভব হয়েছে।’
আরো পড়ুন: উন্মুক্ত হলো টিকা নিবন্ধনের ‘সুরক্ষা’ অ্যাপস
/এসআইএম/ওআর/