নড়াইলে স্ত্রী হত্যার দায়ে একজনের ফাঁসি ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন আদালত। জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় নড়াইল জেলা ও দায়রা জজ মুন্সি মো. মশিউর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তের নাম মো. ফোরকান উদ্দিন। তিনি পিরোজপুরের তেজদাকাটি গ্রামের মৃত তোফায়েল উদ্দিন খানের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
মামলার বিবরণে জানা গেছে, ফোরকান ও মর্জিনা লোহাগড়া উপজেলার গোপীনাথপুর গ্রামের খলির শেখের বাড়িতে ভাড়া থাকতেন। ফোরকান লক্ষীপাশার মিথুন হোটেলে বাবুর্চির কাজ করতেন। তাদের পাঁচ বছর বয়সী ছেলে মো. মোস্তাফিজুরও তাদের সঙ্গে থাকতো।
২০১৫ সালের ১১ অক্টোবর তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে বাড়ির মালিক খলির শেখ তার ভাড়া ঘরে মর্জিনার জখমপ্রাপ্ত রক্তাক্ত দেহ দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়। তাদের ছেলে মোস্তাফিজুর জানায়, তার বাবাই বটি-ছুরি দিয়ে কুপিয়ে মাকে হত্যা করেছেন। পরবর্তীতে পুলিশ ১৩ অক্টোবর তারিখে থানায় চূড়ান্ত রির্পোট পেশ করে।
পরে অধিকতর তদন্তের জন্য মামলাটি সিআইডিতে পাঠানো হয়। সিআইডি ফোরকানকে গ্রেফতার করে এবং আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। সিআইডি পুলিশ পেনাল কোডে ৩০২ ধারায় অভিযোগ দাখিল করে। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ সাজা দেন।
/আরআর/