করোনা টিকার জন্য অনলাইনে নিবন্ধন করতে বিশেষ অ্যাপস তৈরি করেছে সরকার। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে উন্মুক্ত হলো এই অ্যাপস।
এতদিন মানুষ সুরক্ষা ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করতে পারতেন। এখন থেকে অ্যাপসের মাধ্যমেও নিবন্ধন করতে পারবেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এই অ্যাপস উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন ও স্বাস্থ্যসচিব আবদুল মান্নান।
সংশ্লিষ্টরা বলছেন, করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর আগেই (২৫ জানুয়ারি) ‘সুরক্ষা’ অ্যাপস পাওয়া যাবে গুগল প্লে স্টোরে- এমন তথ্য দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে নানা জটিলতায় আটকে থাকা সুরক্ষা অ্যাপস অবশেষে উন্মুক্ত হলো। অ্যাপস উন্মুক্ত হওয়ার আগেই টিকা নিতে শুধু ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করেন ২৬ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে টিকা নিয়েছেন ১৬ লাখ মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এই মাসেই ৩৫ লাখ মানুষকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। সেই লক্ষ্যে গত ২৫ জানুয়ারি তথ্যপ্রযুক্তি বিভাগ স্বাস্থ্য অধিদপ্তরকে এই অ্যাপস হস্তান্তর করার কথা ছিল। তবে গুগল প্লে স্টোরের অনুমোদন না পাওয়ায় প্রায় এক মাস সময় অ্যাপস হস্তান্তর আটকে ছিল।
এ নিয়ে শুরুতে টিকা কার্যক্রমে ধীরগতি ছিল। এমন অবস্থায় টিকা নিতে সবাইকে আগ্রহী করতে নিবন্ধন প্রক্রিয়া সহজ করেছে সরকার। ওয়েব পোর্টালে সুরক্ষা লিঙ্ক আরও সহজ করা হয়েছে। শুরুতে টিকা নিতে ৫৫ বছরের বাধ্যবাধকতা থাকলেও তা কমিয়ে ৪০ বছর করা হয়েছে।
/এসআইএম/ওআর/