রংপুর জেলার পীরগঞ্জে অবৈধভাবে করতোয়া নদীর বালু উত্তোলন হুমকির মুখে ফেলছে স্কুল এবং রাস্তাঘাট। সেই বালু পরিবহনে ব্যবহৃত হচ্ছে অবৈধ্য যানবাহন ট্রাক্টরসহ দশ চাকার গাড়ি। ফলে ওই সব এলাকার আবাদি জমি, ঘরবাড়িসহ করতোয়া নদীর বাঁধ ও স্কুল পড়েছে হুমকির মুখে। রাস্তার তো নাস্তানাবুদ অবস্থা।
উপজেলার মোনাইল, জয়েন্তিপুর, শালপাড়ার ঘাট, কুয়াতপুর নেংড়ার ঘাট, পার কুয়াতপুর, চকভেকা, গলবাড়ি, বড় বদনাপাড়াসহ বেশ কিছু এলাকায় গিয়ে এ চিত্র দেখা যায়।
অবৈধভাবে করতোয়া নদীর বালু অবৈধ যানবাহন ট্রাক্টর দিয়ে পরিবহন করায় রাস্তাঘাট ধসে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।
চতরা ইউনিয়নের কুয়াতপুর, কাটাদুয়ার, চকভেকা, টুকুরিয়া এলাকা থেকে পীরগঞ্জ পর্যন্ত রাস্তাঘাটের অবস্থা আরো ভয়াবহ। অবৈধ যানবাহন ট্রাক্টর চলাচলের কারণে রাস্তাঘাটে প্রায়ই যানজট লেগে থাকে ঘণ্টার পর ঘণ্টা। কাঁচা-পাকা রাস্তায় দেখা মেলে হাজার খানাখন্দের। ফলে ওই এলাকার মানুষের চলাচলের একমাত্র রাস্তা অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে দুর্ভোগের শেষ থাকে না।
নদী এলাকার স্থানীয়রা জানায়, রাস্তার খানাখন্দের জায়গাগুলোতে মাটি দিয়ে ভরাট না করা হলে, বর্ষাকালে বিলীন হতে পারে ঘরবাড়ি ও আবাদি জমি। সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছে তারা।
ইউএনও অফিসসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েও কোনো কাজ হচ্ছে না বলে এলাকাবাসীর অভিযোগ।
এ বিষয়ে ইউএনও বিরোদা রানী রায় বলেন, ‘আমি অবৈধ মেশিন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
/আরআর/