নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অটোরিকশা চালককে ছুরিকাঘাতে হত্যা করে রিকশা নিয়ে পালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে উপজেলার কলাগাছিয়া এলাকায় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা যাত্রীবেশে অটোরিকশায় উঠে এ হত্যাকাণ্ড চালিয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
নিহত সাদেক মিয়া (৪৫) বন্দরের তিনগাঁও এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি কলাগাছিয়া ইউনিয়নের চরঘারমোরা গ্রামের একটি ভাড়া বাসায় থাকতেন।
স্থানীয়দের বরাত দিয়ে বন্দর থানার পরিদর্শক (তদন্ত) তারিকুল ইসলাম জানান, ছিনতাইকারীরা যাত্রীবেশে সাদেক মিয়ার রিকশায় ওঠে। অটোরিকশাটি সড়কের নির্জন জায়গায় পৌঁছালে চালককে ছুরিকাঘাতে হত্যা করে রিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে এলাকাবাসীর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় অটোরিকশাচালক সাদেক মিয়ার বাবা দ্বীন মোহাম্মদ মিয়া বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন।
/আরআর/