হারিয়ে যাওয়ার পাঁচ বছর পর মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামের মিজানুর রহমান কালু (২৪) তার বাড়িতে ফিরেছেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) মেহেরপুর জজকোর্ট এলাকায় কালু ঘোরাফেরা করছিলেন। এ সময় তাকে নিজ এলাকার মানুষ চিনতে পেরে তার পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যায়। কালু নওদাপাড়া গ্রামের বাজার পাড়ার মৃত উকিল উদ্দীনের ছেলে।
মিজানুর রহমান কালুর মেজো ভাই বকুল হোসেন জানান, ২০১৬ সালের মার্চ মাসের দিকে মিজানুর রহমান কালু হারিয়ে যান। হারিয়ে যাওয়ার পর গাংনী থানায় জিডি করাসহ দেশের বিভিন্ন জেলা- উপজেলায় সন্ধান করেও তাকে পাওয়া যায়নি হঠাৎ বুধবার সকাল ১১ টার সময় মেহেরপুর জজকোর্ট এলাকায় তার শ্বশুর আব্দুল কাদের ও মামা শ্বশুর একলাছুর রহমান আমার ছোট ভাই মিজানুর রহমান কালুকে দেখে চিনতে পেরে বাড়িতে নিয়ে আসেন।
তিনি আরো জানান, মিজানুর রহমান কালু মানুষের সঙ্গে কম কথা বলতেন। তিনি দীর্ঘ পাঁচ বছর কোথায় ছিলেন বলতে পারছেন না। তবে গত কয়েকদিন আগে মেহেরপুরে এসেছেন বলে জানিয়েছে কালু।
/আরআর/