বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কোম্পানীগঞ্জে আধাবেলা হরতাল চলছে।
সকাল থেকে বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার নেতৃত্বে হরতালের সমর্থনে চলছে মিছিল, সমাবেশ। হরতালে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
নোয়াখালীর অপরাজনীতি বন্ধ, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও কোম্পানীগঞ্জ থানার ওসি প্রত্যাহার এবং কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলসহ দলীয় কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তারের দাবিতে এ হরতাল আহ্বান করা হয়।
কোম্পানীগঞ্জ থেকে চলছে না দূরপাল্লা ও অভ্যন্তরীণ কোনো যানবাহন।
এর আগে বুধবার কোম্পানীগঞ্জে আধাবেলা হরতালের ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।
আরো পড়ুন: এবার কোম্পানীগঞ্জে হরতালের ডাক দিলেন কাদের মির্জা
/ওআর/