জামালপুরের বকশীগঞ্জে বাড়ি ফেরার পথে অটোরিকশা উল্টে গিয়ে নূর আলম (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তাজু (৩৩) নামে অটোরিকশার একজন আরোহী।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে শেরপুরের শ্রীবর্দী উপজেলার খঞ্চেপাড়া বাজার থেকে যাত্রী নিয়ে বাড়ি ফেরার পথে কাটাখালী খোশালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালক নিলক্ষীয়া ইউনিয়নের বিনোদেরচর গ্রামের আজাহারের ছেলে। আহত তাজু একই গ্রামের আবুল কালামের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, সন্ধ্যার দিকে নিজ গ্রাম থেকে ৪ জন যাত্রী নিয়ে খঞ্চেপাড়া বাজারে যান নূর আলম। রাত ১০ টার দিকে ওই যাত্রীদের নিয়ে বাড়ি ফেরার সময় কাটাখালী খোশালপুর এলাকায় অটোরিকশাটি রাস্তায় গর্তে পড়ে উল্টে যায়। এ সময় অটোরিকশার চাপা পড়ে ঘটনাস্থলেই চালক নূর আলম মারা যান এবং তাজু নামে এক আরোহী আহত হন। আহত তাজুকে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে বকশীগঞ্জ ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, সড়ক দুর্ঘটনায় নিহত নূর আলমের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
/ওআর/