সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ৬ সিটিতে সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। এ ধারাবাহিক কর্মসূচির প্রথম সমাবেশ আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বরিশাল জেলা স্কুল মাঠে। সমাবেশ সফল করতে ঢাকা থেকে যাত্রা শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৭টায় রাজধানীর গোপীবাগ থেকে বরিশালের উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি। সমাবেশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দিন আহমেদ।
গত ৫ ফেব্রুয়ারি দেশের ৬ সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এসব সিটিতে সমাবেশের ঘোষণা দেয় বিএনপি মনোনীত মেয়র প্রার্থীরা। গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামে সমাবেশের কথা থাকলেও সেদিন ঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ থাকায় চট্টগ্রামের সমাবেশ স্থগিত করা হয়।
আজ ১৮ ফেব্রুয়ারি বরিশালে সমাবেশের মধ্যে দিয়ে বিএনপি মনোনীত মেয়র প্রার্থীদের ডাকা সমাবেশ শুরু হতে যাচ্ছে। খুলনায় ২৭ ফেব্রুয়ারি, রাজশাহীতে ১ মার্চ, ঢাকা দক্ষিণে ৪ মার্চ ও উত্তরে ১৩ মার্চ সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিএনপির মেয়র প্রার্থীদের উপস্থিতিতে সমাবেশের ঘোষণা দেন বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার।
সংবাদ সম্মেলনে মুজিবুর রহমান সরোয়ার বলেন, গণতান্ত্রিক পন্থায় আমরা এ সমাবেশগুলো করতে চাই। এ সমাবেশের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যাব এবং নিরপেক্ষ সরকারে অধীনে নির্বাচনের দাবি জানাবো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, ঢাকা সিটি দক্ষিণ করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের তাবিথ আউয়াল, চট্টগ্রাম সিটি করপোরেশনের ডা. শাহাদাত হোসেন, রাজশাহী সিটি করপোরেশনের মোসাদ্দেক হোসেন বুলবুল।
/ওআর/