সময়টা কি ফুরিয়ে আসলো লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর? মাঠে কি তার ইঙ্গিত মিলতে শুরু করেছে? চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম দুইজনকেই হারের তিক্ত স্বাদ হজম করতে হয়েছে। মঙ্গলবার লিওনেল মেসির বার্সেলোনা হেরেছে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে। আর বুধবার রাতে প্রথম লেগে একই পরিণতি ভোগ করতে হয়েছে রোনালদোর জুভেন্টাসকে। অ্যাওয়ে ম্যাচে এফসি পোর্তোর কাছে ১-২ গোলে হেরেছে তারা।
ম্যাচের আগে পোর্তোকে শক্ত প্রতিপক্ষ হিসেবেই মেনে নিয়েছিল জুভেন্টাস। কিন্তু এতটা শক্ত হয়ে দেখা দেবে তা হয়তো বুঝতে পারেননি জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো। ম্যাচের প্রথম মিনিটেই গোল হজম করে বসে সফরকারী জুভেন্টাস। মেহেদি তারেমি চমকে দেন জুভেন্টাসকে। দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে জুভেন্টাসকে আবার হতাশায় ডোবায় মুসা মারেগা। শেষ সময়ে ফেডেরিকো চিয়েসার গোলে ব্যবধান কমিয়ে কিছুটা হলেও আশা জিইয়ে রেখেছে আন্দ্রে পিরলোর দলের। ফিরতি লেগ নিজেদের মাঠে খেলবে জুভেন্টাস। তবে ২০০৪ সালের চ্যাম্পিয়ন দলের উৎসবকে থামাতে পারেনি চিয়েসার গোল। জুভেন্টাসের বিপক্ষে ষষ্ঠবারের চেষ্টায় প্রথমবারের মতো জয়োৎসব করার সুযোগ পেলো পোর্তো।
গ্রুপ পর্বে একের পর দ্যুতি ছড়িয়েছে জুভেন্টাস। বার্সেলোনাকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউট পর্বে এসেছিল। গ্রুপের শেষ ম্যাচে তো বার্সেলোনাকে উড়িয়ে দিয়েছিল। ৩-০ গোলে জিতেছিল। তবে সব সাফল্যে থমকে দাঁড়ায় প্রথম মিনিটেই। নিজ দেশের ক্লাবের বিপক্ষে অনেকটা নিষ্প্রভ ছিলেন জুভেন্টাসের প্রাণ ভোমরা রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে পোর্তোর ডিফেন্ডাররা সুবিধাই করতে দেননি। গোল করার জন্য একটা পেনাল্টির আবেদন করেও রেফারির সাড়া পাননি।
দলের এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন জুভেন্টাস কোচ আন্দ্রে পিরলো। তিনি বলেন, ‘আমাদের ভুলের কারণেই পোর্তো প্রথম মিনিটে গোল পেয়ে যায়। একই সঙ্গে খেলার গতিও পরিবর্তন হয়ে যায়। এ ম্যাচের জন্য আমাদের ভালো প্রস্তুতি ছিল। কিন্তু যখন কোনো দল এক গোলে পিছিয়ে পড়ে তখন খেলাটা স্বাভাবিকের তুলনায় একটু কঠিন হয়ে যায়।’
এফসি পোর্তোর কোচ সার্জিও কনসেইকাও বলেন, ‘ফিরতি লেগে আমরা আরও ভালো খেলার আশা রাখছি। এটা হবে ভিন্ন এক ম্যাচ।’
/এসএইচ/