যশোরে ২৫ লাখ টাকার চেক ডিজঅনানের অভিযোগের পুলিশের কনস্টেবল মোহাম্মদ জুয়েলের নামে আদালতে একটি মামলা করা হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) যশোর শহরের ঘোপ ডিআইজি রোডের বাসিন্দা ও নড়াইলের নড়াগাতী থানার যোগানিয়া গ্রামের পাচু মোল্যার ছেলে রাকিবুল ইসলাম এ মামলা করেন।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দেন। পুলিশ কন্সটেবল মোহাম্মদ জুয়েল বর্তমানে পুলিশ হেড কোয়ার্টার্স ঢাকার পুলিশ কন্ট্রোল রুমে কর্মরত আছেন। যার পুলিশ আইডি নং ৮২০২০৮২৭১৯।
জুয়েল বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চর উত্তর ভুতেরদিয়া গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, কনস্টেবল জুয়েলের সাথে রাকিবুলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। জুয়েল পুলিশে চাকরি করে ও নিজেকে ক্ষমতাধর পরিচয় দেন। তিনি ইউরোপে লোক পাঠান বলে তাকে জানান। এসময় রাকিবুল তার আপন ভাই মাহমুদ হাসান ও শ্যালক আল আমিনকে ইউরোপে পাঠাতে আগ্রহী হন। এরপর জুয়েল ২৫ লাখ টাকা দাবি করে দুই মাসের মধ্যে তাদের বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দেন।
২০১৯ সালের ১ জানুয়ারি জুয়েলকে ২৫ লাখ টাকা দেয়া হয়। কিন্তু তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হন জুয়েল। ২০২০ সালের ১ ডিসেম্বর টাকা ফেরত দেয়ার শর্তে ২০২০ সালের ২৮ জানুয়ারি ৩শ’ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা করে দেন জুয়েল। একই সাথে ওই টাকার বিপরীতে একটি চেক দেন জুয়েল।
২০২০ সালের ১৭ ডিসেম্বর চেকটি ব্যাংকে নগদায়নের জন্য জমা দিয়ে পর্যাপ্ত টাকা না থাকায় তা ডিজঅনার হয়। পরে চলতি বছরের ৩ জানুয়ারি উকিল নোটিশের মাধ্যমে পাওনা টাকা ফেরত পাওয়ার জন্য তাকে অবহিত করা হয়। তারপরও জুয়েল টাকা পরিশোধ করেননি। অবশেষে টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন।
/এবি/