বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি বিচে ফটশুট করা ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন তিনি। তার এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গে শুরু হয় আলোচনা। ছবিগুলো দেখে ভক্তরাও বেশ প্রশংসা করেন। মৌনি তার ইনস্টাগ্রাম আইডিতে তিনটি ছিবি শেয়ার করেন। তিনটি ছবিতেই তাকে লাল বিকিনি পরহিত অবস্থায় দেখা যায়। ছবিগুলোতে সূর্য অস্তের আগে সৈকতকে আলিঙ্গন করতে দেখা যায় তাকে।
ইতোমধ্যেই বাঙালি এই অভিনেত্রী নিজের গ্ল্যামার দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। মৌনি বর্তমানে দুবাইতে রয়েছেন। সেখানে বসেই নিজের ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলছেন তিনি। একটি ছবিতে সমুদ্রের পাড়ে ক্যামেরার সামনে পোজ দেয়ার জন্য প্রস্তুতি নিতে দেখা যায় তাকে। এ ছাড়া অন্য একটি ছবিতে মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মৌনি লেখেন, 'চেজিং সানসেট'। এ ছাড়া অন্য একটি ছবির ক্যাপশনে মৌনি লেখেন, 'লাইক আ সং বার্ড ইন দ্য সি'। তার এই ছবিগুলো সামাজিকযোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভক্তদের মধ্যে ঝড় তোলে।
মৌনি রায় ২০০৬ সালে টেলিভিশন অভিনয়ের মধ্য দিয়ে তার অভিনয়জীবন শুরু করেন। তার অভিনীত প্রথম সিরিয়ালের নাম 'কিউকি সাস ভি কাভি বহু থি'। এই সিরিয়ালে মৌনিকে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এরপর তাকে বেশ কিছু জনপ্রিয় টিভি সিরিয়ালেও অভিনয় করতে দেখা যায়। তবে মৌনি একতা কাপুরের 'নাগিন' সিরিয়ালের মধ্য দিয়ে আলোচনায় আসেন। এ ছাড়া মৌনি বলিউডের বেশ কিছু জনপ্রিয় সিনেমাতেও অভিনয় করেছেন।
সূত্র: বলিউড হাঙ্গামা