নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে ধর্ষণের সেই ঘটনায় অভিযুক্ত দুই আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জয়নাল আবেদীন অভিযুক্ত দুই আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন দেলু ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে অভিযোগের শুনানি শেষে চার্জ গঠন করেন।
আসামিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশিদ লাভলু। এ সময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তবে চার্জ গঠনের শুনানিকালে আদালতে আসামিদের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
আদালত আসামিদের কাছে আইনজীবী নিয়োগ না করার বিষয়ে জানতে চান। উত্তরে আসামি দেলোয়ার হোসেন আদালতকে জানান, কোনো আইনজীবী তাদের পক্ষে আদালতে দাঁড়াতে রাজি হচ্ছেন না। একজন আইনজীবী বলেছেন, আদালত অনুমতি দিলে তিনি দাঁড়াবেন।
এ সময় আদালত বলেন, এ বিষয়ে অনুমতির প্রয়োজন নাই। যে কোনো আইনজীবী আসামির পক্ষে আদালতে দাঁড়াতে পারেন। তবে আদালতের পক্ষ থেকে এই মামলায় আসামির পক্ষে টেস্ট ডিফেন্স হিসেবে আইনজীবী নিয়োগ করা হবে না। রাষ্ট্রপক্ষের আইনজীবী মামুনুর রশীদ লাভলু আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।
/এবি/