আওয়ামী লীগকে উদ্দেশ করে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কাল সারারাত ঘুমাতে পারিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দাঁতভাঙ্গা জবাব দেবো। আমি সারাক্ষণ হাত দিয়ে মুখ ঢেকে রাখি। কখন দাঁতটা ভেঙে ফেলে। কিন্তু মুশকিল হচ্ছে, দাঁত কোন জায়গায় ভাঙবেন? গতকাল ফেনীর, নোয়াখালীর আপনার নেতারা বলেছেন, আপনার ভাই কাদের মির্জা নাকি বিএনপির এজেন্ট। এখন ভাঙ্গেন দাঁত। পারলে ওখানে গিয়ে দাঁত ভাঙ্গেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের ‘সিদ্ধান্ত’ এর প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, যা করেছেন ভালো করেছেন। এবার দয়া করে থামেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, জিয়াউর রহমান জীবিত নেই। খালেদা জিয়া বন্দি। এই কারণে মনে করেছেন সুযোগ পেয়েছেন? না, সুযোগ পান নাই। দয়া করে মনে রাখবেন- বিএনপির হচ্ছে সেই গরম পানি, যেই গরম পানি নরম ডিমকে শক্ত করে। শক্ত আলুকে নরম করে। যা করা দরকার তাই করব। যা করেছেন ভালো করেছেন। এবার দয়া করে থামেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুল সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
/এএইচ/ওআর/