শ্রীলঙ্কার পর নেপাল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্য নিয়ে আপত্তি জানিয়েছে। বিপ্লবের মন্তব্য নিয়ে ইতিমধ্যেই ভারতের বিদেশমন্ত্রককে অবহিত করেছে নেপালের বিদেশমন্ত্রক। কয়েক দিন আগেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেছিলেন, এ বার প্রতিবেশী দেশেও পা রাখবে বিজেপি। এ প্রসঙ্গে তিনি বিশেষ করে নেপাল এবং শ্রীলঙ্কার কথা উল্লেখ করেছিলেন। নেপালের বিদেশমন্ত্রী প্রদীপ কুমার গাওয়ালি বিপ্লবের এই মন্তব্য-র পর টুইট করে জানিয়েছেন, এ বিষয়ে আপত্তি জানিয়ে নয়াদিল্লিকে অবহিত করা হয়েছে। খবর, নয়াদিল্লিতে নেপালের রাষ্ট্রদূত নীলাম্বর আচার্য ইতিমধ্যেই নেপাল এবং ভুটানের দায়িত্বে থাকা ভারতের বিদেশমন্ত্রকের যুগ্মসচিব অরিন্দম বাগচীকে ফোন করে আপত্তি জানিয়েছেন। এর আগে সোমবারই শ্রীলঙ্কা বিপ্লব দেবের এই মন্তব্যে আপত্তি জানিয়েছিল। শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের চেয়ারম্যান নিমাল পুঞ্চিহেওয়া বিজেপি-র এই পরিকল্পনার খবরকে সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, এমন পরিকল্পনা থাকলেও শ্রীলঙ্কার নির্বাচনী আইন তাতে অনুমোদন দেবে না।
/পিএম/