টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি। ২০২১ ও ২০২২ সালের টি-২০ বিশ্বকাপে মনোযোগী হতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন ৩৬ বছর বয়সী প্লেসি।
সদ্য শেষ হওয়া পাকিস্তান সফরে দলে ছিলেন ডু প্লেসি। পাকিস্তান সফরটা ভালো কাটেনি ডু প্লেসি’র। তেমন একটা সুবিধা করতে পারেননি। তিন ম্যাচের টি-২০ সিরিজে ১-২ ব্যবধানে হারের পাশাপাশি দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
২০১২-১৩ মৌসুমে দক্ষিণ আফ্রিকার অস্ট্রেলিয়া সফরে ডু প্লেসি’র টেস্ট অভিষেক হয়েছিল। অবসর ঘোষণার আগে ৬৯টি টেস্ট খেলেছেন। ১০টি সেঞ্চুরির পাশাপাশি ২১টি হাফ সেঞ্চুরি করেচেন। মোট রান করেছেন ৪১৬৩।
২০১৬ সালে টেস্ট দলের অধিনায়কত্ব পান ডু প্লেসি। এডি ডি ভিলিয়ার্সের স্থলাভিষিক্ত হয়েছিলেন। দলকে এ পর্যন্ত ৩৬টি টেস্টে নেতৃত্ব দিয়েছেন তিনি। ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের দেশে টেস্ট সিরিজে হারের পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে তাকে টেস্ট নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। ১-৩ ব্যবধানে হেরেছিল প্রোটিয়ারা। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা ১৮টি টেস্ট জিতেছে, হেরেছে ১৫টিতে।
ডু প্লেসি এ পর্যন্ত ১৪৩টি ওয়ানডে ও ৫০ টি টি-২০ খেলেছেন। টেস্ট থেকে সরে দাঁড়ালেও সীমিত ওভারের ক্রিকেট খেলার কথা স্পষ্ট করে জানিয়েছেন। বলেছেন, আগামী দুই বছরে দুটো বিশ্বকাপ হবে। আমি এ খেলায় বেশি মনোযোগী হতে চাই। তার মানে এই নয় যে, আমার পরিকল্পনায় ওয়ানডে ক্রিকেট নাই। সীমিত ওভারের ক্রিকেটের মধ্যে আমি টি-২০তেই বেশি মনোযোগ দিতে চাই।
ক্যারিয়ার শেষে নিজের নামের পাশে ৬৯টি টেস্ট ম্যাচ দেখে নিজেকে গর্বিত মনে করছেন ডু প্লেসি। তিনি বলেন, ‘১৫ বছর আগে কেউ যদি আমাকে বলতে আমি জাতীয় দলের হয়ে ৬৯টি টেস্ট ম্যাচ খেলবো তাহলে আমি তা কখনোই বিশ্বাস করতাম না। যাহোক প্রত্যেক মানুষের জীবনে উত্থান পতন রয়েছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তা নিয়ে আমি গর্বিত।’
/এসএইচ/