বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, আমরা ৯০ এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে উৎখাত করে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আমরা এই সরকারকে আর কোন নির্বাচনের সুযোগ দেব না। সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে একদফা আন্দোলনের শরিক হতে হবে। সরকারের পতন ঘটিয়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এ সময় তিনি গ্রেফতার সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের খেতাব বাতিলের ‘সিদ্ধান্তের’ প্রতিবাদে এক সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের চিন্তা করা হলে এই সরকারের হাত জ্বলে-পুড়ে ছারখার হয়ে যাবে।
তিনি বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই, এই সরকারের সঙ্গে জনগণ নেই। এজন্যই সরকার জনগণকে ভয় পায়।
ডাকসুর সাবেক এই ভিপি বলেন, এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই সুষ্ঠ নির্বাচন পেতে হলে সকল দল ও জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। সকল দলের ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং এই সরকারের পতন ঘটাতে হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।
/এএইচ/ওআর/