গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ডিসি শাহিদা সুলতানা তার সম্মেলনকক্ষে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন।
জানা গেছে, জেলা শিশু পরিবারের চতুর্থ শ্রেণির ছাত্র যোবায়ের রহমান সম্প্রতি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে ও সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের মেম্বার হামিদুল ইসলামকে গুলি করে হত্যা করে একটি সন্ত্রাসী চক্র। শিশু যোবায়েরের মা সেলিনা বেগম এবং হামিদুল মেম্বারের স্ত্রী পারভীন বেগমের হাতে প্রত্যককে এক লাখ করে টাকার চেক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ওসমান গণি, গোপালগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনোয়ার হোসেনসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিত্তবানদের টাকা ব্যাংকে ফেলে না রেখে তা দিয়ে সঞ্চয়পত্র কিনে তার লভ্যাংশ দিয়ে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সহায়তা প্রদানের আহ্বান জানান ডিসি শাহিদা সুলতানা।
/আরআর/