রংপুর বিভাগে নির্বিঘ্নে করোনার টিকা প্রদান কার্যক্রম চলছে। এ পর্যন্ত রংপুর বিভাগে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ২৭ হাজার ৪৪৯ জন।
মঙ্গলবার (১৬জানুয়ারি) দিনব্যাপী পর্যন্ত উৎসবমুখর পরিবেশে করোনা টিকা নিয়েছেন বিভিন্ন পেশার মানুষ। সাধারণ মানুষ বলেছেন কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া না থাকার কারণে এই টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আহাদ আলী জানান, মঙ্গলবার পর্যন্ত রংপুরে ৩ হাজার ৬৪৬ জন, পঞ্চগড়ে ২ হাজার ২৪৬ জন, নীলফামারীতে ২ হাজার ৭৯০ জন, লালমনিরহাটে ১ হাজার ৪৭৭ জন, কুড়িগ্রামে ১ হাজার ৮৯৭ জন, ঠাকুরগাঁওয়ে ২ হাজার ২২১ জন, দিনাজপুরে ৪ হাজার ৫৫৩ জন ও গাইবান্ধায় ১ হাজার ৯৮১ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৪৭৬ জন ও নারী ৭ হাজার ৩৩৫ জন রয়েছেন।
তিনি আরো জানান আগামী দিনগুলোতে করোনা ভ্যাকসিন টিকা নেওয়ার সংখ্যা আরো বেড়ে যাবে।
/আরআর/