দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রাতে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের ভোগনগর ইউপির পাঁচপীরে সড়ক দুর্ঘটনা দুইজন নিহত হন। নিহতদের নাম জানা যায়নি। অপরদিকে মঙ্গলবার সন্ধ্যায় পার্বতীপুর উপজেলার নওদাপাড়া গ্রামের চতুর্থ শ্রেণির এক ছাত্র ট্রাক্টরের ধাক্কায় নিহত হয়েছে।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি মোখলেসুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
/আরআর/