ময়মনসিংহের ধোবাউড়ার কালিকাবাড়ী গ্রামে জমি নিয়ে সংঘর্ষে নূরুল আমিন (২৫) নামে একজন নিহত হয়েছে। এই বিষয়ে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় ৫ আসামির মধ্যে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩জনকে গ্রেপ্তার করা হয়েছি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ধোবাউড়া উপজেলার কালিকাবাড়ী গ্রামের হাসান আলীর সঙ্গে নূরুল আমিনের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। স্থানীয়রা জানান, গিয়াস উদ্দিনের ছেলে নুরুল আমিন বিরোধপূর্ণ জমিতে মঙ্গলবার বিকালে ঘর তুলতে যান। এ সময় হাসান আলী ও তার পক্ষের লোকজন নূরুল আমিন ও তার পরিবারের উপর হামলা করে। এ সময় গুরুতর আহত হন নুরুল আমিন। গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মঙ্গলবার সন্ধ্যায় নূরুল আমিনকে মৃত ঘোষণা করে।
এ ঘটনায় নিহতের ভাই নূর উদ্দিন বাদী হয়ে ৫ জনকে আসামি করে ধোবাউড়া থানায় মামলা দায়ের করেন। ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে ধোবাউড়া থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, হাসান আলী (৪০), শাহীন আলম (৩৫) ও আব্দুস সাত্তার (৪০)।
/ওআর/