শেষ ষোলোর প্রথম রাউন্ডে দারুণ এক জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো লিভারপুল। মঙ্গলবার অ্যাওয়ে ম্যাচ ২-০ গোলে হারিয়েছে তারা জার্মান ক্লাব আরবি লিপজিগকে। গোলশূন্য প্রধমার্ধের পর মোহাম্মদ সালাহ ও সাদিও মানে গোল করে লিভারপুলকে শেষ আটের পথে এক ধাপ এগিয়ে নেন।
লিভারপুলের জন্য এ ম্যাচটি অ্যাওয়ে হলেও লিপজিগের জন্য হোম ম্যাচ ছিল না। তাদের জন্যও ছিল অনেকটা অ্যাওয়ে ম্যাচ। করোনা ভাইরাসের কারণে জার্মান সফর নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড। ফলে হাঙ্গেরীর বুদাপেস্টে অনুষ্ঠিত হয় ম্যাচটি। আর এ কারণেই সম্ভবত লিপজিগ তাদের স্বাভাবিক খেলাটা খেলতে পারেনি। বরং শুরু থেকে লিভারপুল অনেকটা এগিয়ে ছিল। শুধু তাই নয়, প্রথমার্ধে কোনো গোল না পাবার জন্য লিভারপুল নিজেদেরকে দুষতে পারে। একের পর এক আক্রমণ করে লিপজিগকে ব্যতিব্যস্ত রেখেছিল।
ঘরোয়া লিগে ইয়ুর্গেন ক্লপের দল লিভারপুলের সময়টা ভালো যাচ্ছে না। প্রিমিয়ার লিগে তারা টানা তিন ম্যাচে হারের স্বাদ হজম করেছে। এ অবস্থায় অ্যাওয়ে ম্যাচের ফল নিয়ে শঙ্কা থাকলেও সালাহ ও সাদিও মানে তা উড়িয়ে দিয়েছেন। গোল শূন্য প্রথমার্ধের পর ৫৩ মিনিটে লিভারপুল এগিয়ে যায়। গোল করেন সালাহ। এ গোলের জন্য লিপজিগের সেন্টার ব্যাক উপামেকানো নিজেকে ক্ষমা করতে পারবেন না। ব্যাকপাস দিয়েছিলেন তিনি। প্রথমার্ধেও কয়েকবার ভুল পাস দিয়েছিলেন উপামেকানো। এবার আর রক্ষা পাননি। তার ভুল পাস থেকে বল পেয়ে সালাহ গোল করেন। লিপজিগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে দ্বিতীয় গোলও পায় লিভারপুল।
লিপজিগ দ্বিতীয়ার্ধে ব্যবধান কমানোর সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। আগামী ১০ ম্যাচ ফিরতি লেগের খেলা হবে। এ ম্যাচটি অ্যানফিল্ডে অনুষ্ঠিত হবে।
/এসএইচ/