সম্প্রতি ‘ডেডপুল’ সিনেমার পাঁচ বছর পূর্তিতে এক সুপার ফ্যানের লেখা চিঠির ছবি শেয়ার করেছেন অভিনেতা রায়ান রেনল্ড। আত্মসচেতন এক সুপার হিরোর চরিত্রে অভিনয় করা এই অভিনেতা ২০১৬ সালে হান্টার নামে এক তরুণ ফ্যানের একটি চিঠি পান।
রায়ান ওই চিঠির ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘পাঁচ বছর পরও ডেডপুল ফ্যানরা আমাকে মুগ্ধ করে। হান্টার আমাকে এই চিঠি লিখেছিল, যখন ‘ডেডপুল’ সিনেমাটি মুক্তি পায়। তার উত্তর কখনো দেয়া হয়ে ওঠেনি। কোনো না কোনো কারণে উত্তর টি আটকে গেছে।’
মিস্টার ডেডপুলকে লেখা ওই চিঠিতে ফ্যান লিখেছেন, এই চিঠিটি তার স্কুল অ্যাসাইনমেন্টের জন্য লেখা, যাতে বলা হয়েছিল এমন কাউকে চিঠি লিখতে, যারা তাকে অনুপ্রাণিত করে। কীভাবে আরো বড় কিছু হওয়া যায়, আন্তরিকভাবে তা জানতে চেয়ে চিঠিতে রায়ানকে হান্টার বিয়ার খাওয়ার আমন্ত্রণও জানিয়েছেন।
ভক্তর চিঠির জবাবে রায়ান লেখেন, ‘চিঠিতে এত মর্মস্পর্শী কথা লেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই গর্বিত, যে সবাই ডেডপুল ছবিটিকে এত ভালোভাবে গ্রহণ করেছে।’
‘ডেফিনিটলি, মেইবি’ হিসেবে খ্যাত আমেরিকান-কানাডিয়ান এই অভিনেতা ওই তরুণ ফ্যানকে উপদেশ দিয়ে তাকে অনুরোধ করেন, যাতে তিনি যা করতে পছন্দ করেন তার প্রতি একনিষ্ঠ থাকে। যেমন, রায়ান নিজে অভিনয়ের প্রতি একনিষ্ঠ।
সূত্র: দ্য নিউজ