ভোররাতে বাসা থেকে কাজে বের হয়ে রাজধানীর গুলশানের শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন কসাই সাইফুল ইসলাম (৪০)।
নিহত সাইফুল চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার নুরুল হকের ছেলে। স্ত্রী ও তিন মাস বয়সী সন্তান নিয়ে বাড্ডার শাহজাদপুরে থাকতেন এবং মগবাজারে কসাইয়ের কাজ করতেন তিনি।
নিহতের বড় ভাই মোস্তফা জানান, রোববার (১৭ জানুয়ারি) ভোররাত সাড়ে চারটার দিকে রাস্তা পার হতে গিয়ে পিকআপ ভ্যানটির চাপায় গুরুতর আহত হন সাইফুল। পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সকাল আটটার দিকে মারা যান তিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
/এনএএইচ/এআর/