রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সনদ যাচাই ফি কমানো হয়েছে। বিশ্ববিদ্যালয়টির ৫০৩তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
রোববার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরে প্রশাসক ড. আজিজুর রহমান বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাসকৃত শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য সনদ যাচাই ফি এক হাজার টাকা থেকে কমিয়ে ৫০০ টাকা করা হয়েছে।’
জনসংযোগ দপ্তরের প্রশাসক বলেন, এখন থেকে বিভিন্ন দেশ এবং বাংলাদেশে অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাস/বিদেশি সংস্থা/অথরিটি/ডব্লুইইএস/বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত বা বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রেরিত প্রতিটি মার্কসিট/ট্রান্সক্রিপ্ট/সনদপত্র যাচাইয়ের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।
/এআই/