বরিশালে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পর কারাগারে অসুস্থ হয়ে শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমের মৃত্যুর ঘটনায় দায়ী পুলিশ কর্মকর্তার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মৃত রেজাউলের স্বজন এবং এলাকাবাসীর উদ্যোগে রোববার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। জেলা বাসদ এবং গণসংহতি আন্দোলনের নেতা-কর্মীরা একাত্মতা প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মৃত রেজাউলের বাবা ইউনুস মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন রেজাউলের স্ত্রী মারুফা বেগম, জেলা বাসদের সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী এবং সোনারগাঁও টেক্সটাইল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হকসহ অন্যরা। বক্তারা রেজাউল করিম হত্যায় অভিযুক্ত গোয়েন্দা পুলিশ সদস্যদের গ্রেপ্তার এবং বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।
গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় শিক্ষানবিশ আইনজীবী রেজাউল করিমকে নগরীর সাগরদী হামিদ খান সড়ক থেকে গ্রেপ্তার করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মহিউদ্দিন। ওই রাতেই মহিউদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ৩০ ডিসেম্বর রেজাউলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
১ জানুয়ারি রাত সাড়ে ৯টায় কারা হাসপাতালে অসুস্থ হলে রেজাউলকে শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়। ২ জানুয়ারি দিবাগত রাত ১২টা ৫ মিনিটে তার মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, পুলিশি নির্যাতনে রেজাউল অসুস্থ হলে তার মৃত্যু হয়।
/এআই/