বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপনের বরিশাল নগরীর বাসায় হামলা চালানো হয়েছে।
রোববার (১৭ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে এ হামলার ঘটনা ঘটে। জহির উদ্দিন স্বপন নগরীর ভাটিখানা রোডে তার বাসভবন ‘শরিকল ভিলা’র নিচতলায় গৌরনদীর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক ও দুপুরের ভোজের আয়োজন করেছিলেন। তা শুরু হওয়ার কিছুক্ষণ আগে একদল তরুণ হামলা চালায়। স্বপন বরিশালে এলে ওই ভবনের দোতলায় থাকেন। বিএনপি এ হামলার জন্য পৌর নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের দায়ী করেছে।
ওই বাসায় উপস্থিত বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, গৌরনদী পৌরসভার ৩০ জানুয়ারি অনুষ্ঠেয় পৌর নির্বাচন উপলক্ষে জহির উদ্দিন স্বপনের সঙ্গে আলোচনা করতে বিএনপির মেয়র প্রার্থী মোহাম্মদ জহীর সাজ্জাদসহ (হান্নান শরীফ) বিএনপির নেতা-কর্মীরা এসেছিলেন। বেলা সোয়া ২টার দিকে ৮-১০ জন অজ্ঞাত তরুণ সেখানে হামলা চালায়। তাদের হাতে বাঁশ ও লোহার রড ছিল। তারা বিএনপি নেতা-কর্মীদের বেধড়ক পেটায় এবং প্লাস্টিকের চেয়ারগুলো ভাঙচুর করে।
হামলায় গৌরনদীর নলচিড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক, গৌরনদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিয়াজ ভূঁইয়া, ছাত্রদলের তুহিন খলিফা, মহিলা দলের লিপি নাসরিন আহত হয়েছেন।
গৌরনদী পৌর নির্বাচনের মেয়র প্রার্থী মোহাম্মদ জহীর সাজ্জাদ (হান্নান শরীফ) বলেন, জহির উদ্দিন স্বপনের সঙ্গে সভা শুরুর আগেই হামলা চালানো হয়। ভয়ে বিএনপির নেতা-কর্মীরা বাসার দোতলায় আশ্রয় নেন। এ সময় হামলারকারীর চেয়ারগুলো ভাঙচুর করে চলে যায়।
জহির উদ্দিন স্বপন বলেন, গৌরনদীতে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয় না। তাই নিরাপত্তার জন্য মেয়র প্রার্থীসহ দলীয় অন্য নেতা-কর্মীরা তার বরিশাল নগরীর বাসায় এসেছিলেন। সেখানেও হামলা চালিয়েছে। হামলার সময় তিনি ভবনের দোতলায় ওয়াশরুমে ছিলেন বলে জানান জহির উদ্দিন স্বপন।
জহির উদ্দিন স্বপন অভিযোগ করেন, গৌরনদী পৌর নির্বাচনে ভোটার ও দলীয় নেতা-কর্মীদের মধ্যে ভীতি ছড়াতে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছে।
কাউনিয়া থানার ওসি আজিমুল করিম বলেন, বিএনপি নেতার বাসায় হামলার বিষয় কেউ থানায় অবহিত করেনি। তিনি খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছিলেন। হামলায় কারা জড়িত তাও তাদের জানা নেই।
ঘটনাস্থলে উপস্থিত কাউনিয়া থানার উপপরিদর্শক মো. আহসান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
এ ব্যাপারে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর জানান, তারা হামলার বিষয় কিছুই জানেন না।
/এআই/