'ম্যাডাম চিফ মিনিস্টার' সিনেমাতে অভিনয় করেছেন রিচা চাড্ডা। এই সিনেমার পোস্টারে তাকে দেখা গেছে ছেঁড়া পোশাক, হাতে ঝাঁটা, ময়লা বেশভূষায়। এই সিনেমায় দলিত নারীদের অসম্মান করা হয়েছে, এমন অভিযোগ করেছেন নেটিজেনদের একাংশ।
অনেকে হুমকিও দিয়েছেন রিচাকে। কেউ কেউ রিচার জিহ্বা কেটে নিতে চেয়েছেন, আবার কেউ পুরস্কার ঘোষণা করেছেন। এত সব হুমকি-ধামকির পর ক্ষমা চাইলেন রিচা। তবে এই অভিনেত্রীকে হুমকি দেওয়ার বিষয়টি নিয়ে নিন্দা জানিয়েছেন স্বরা ভাস্কর।
রিচার জিহ্বা কেটে নেওয়ার হুমকি এবং পুরস্কার ঘোষণা সংক্রান্ত দুইটি পত্রিকার খবর শেয়ার করে স্বরা ভাস্কর টুইটারে লিখেছেন, এটি সত্যিই নিন্দাজনক, পাশাপাশি লজ্জারও। আমি দলিত নারীবাদীদের বলছি, এসব হুমকিদাতাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান।
'ম্যাডাম চিফ মিনিস্টার' সিনেমায় রিচাকে একজন রাজনীতিবিদের ভূমিকায় দেখানো হয়েছে, যিনি দলিত সমাজের প্রতিনিধি হিসেবে কাজ করছেন। কিন্তু উল্টো দলিত সম্প্রদায় থেকেই তিনি নেতিবাচক প্রতিক্রিয়া পেলেন। সিনেমাটি আগামী ২২ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে। টি-সিরিজ বিতর্কিত পোস্টার পাল্টে এখন নতুন পোস্টার প্রকাশ করেছে।
সূত্র : হিন্দুস্তান টাইমস