কোভিড-১৯ রোগ বা করোনাভাইরাসে আক্রান্তদের মাঝে নতুন উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে জিহ্বার সমস্যা। গবেষকরা এটিকে ‘কোভিড টাং’ হিসেবে চিহ্নিত করছেন। করোনায় আক্রান্তদের মাঝে নতুন ও অস্বাভাবিক এই উপসর্গ বা লক্ষণ জনস্বাস্থ্য সমস্যায় নতুন দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে। করোনার প্রচলিত লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, অবসাদ, শুষ্ক কাশি। কিন্তু ‘কোভিড টাং’ এর কারণে করোনা আক্রান্তদের জিহ্বা ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‘কোভিড টাং’ উপসর্গটি কেমন?
লন্ডনের কিংস কলেজের মহামারি রোগ সংক্রমণ বিশেষজ্ঞ টিক স্পেকটর বলেন, করোনার অস্বাভাবিক একটা লক্ষণ মুখের ভেতরে দেখা দিচ্ছে। করোনা সংক্রমিত রোগীদের মুখে লক্ষণ দেখা দেয়ার প্রবণতা বাড়ছে বলে জানান তিনি।
প্রফেসর স্পেকটর জোয়ি কোভিড সিম্পটম স্টাডি অ্যাপেরও শীর্ষ বিজ্ঞানী। তিনি টুইটে লেখেন, প্রতি পাঁচজনের মধ্যে একজনের মধ্যে সাধারণ লক্ষণগুলো কম প্রকাশ পায়। তাদের ত্বকে র্যাশের মতো উপসর্গ দেখা যায় না।
করোনায় আক্রান্তদের জিহ্বায় ঘা ও মুখে আলসারের মতো লক্ষণ লক্ষ্য করা যাচ্ছে বলে মত তার।
কখন সতর্ক হতে হবে?
‘কোভিড টাং’ এর কারণে মুখজুড়ে আলসার লক্ষণ দেখা দিতে পারে। যদিও সপ্তাহ-খানেকের মধ্যে জিহ্বা স্বাভাবিক হতে পারে। তবুও বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেয়া উচিত। যদি এই লক্ষণের সঙ্গে করোনার অন্য লক্ষণগুলোও দেখা দেয় তবে করোনা পরীক্ষা করা উচিত। একইসঙ্গে সেলফ-আইসোলশনে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যাতে করোনা না ছড়ায়।
করোনার আরো যেসব লক্ষণ রয়েছে
একজন করোনা আক্রান্ত ব্যক্তি লক্ষণহীন, মৃদু-লক্ষণ বা মারাত্মক লক্ষণ প্রকাশ করতে পারেন। করোনাভাইরাসের কিছু স্বাভাবিক লক্ষণ হলো, জ্বর, শুষ্ক কফ, গলা ব্যথা, সর্দি, বুক ব্যথা ও শ্বাসকষ্ট।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এমএন/