মৃদু শৈত্যপ্রবাহে হাড় কাঁপানো কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে উত্তরের জনজীবন। নীলফামারীতে আজ রোববার (১৭ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। হিমালয়ের হিমবায়ু সক্রিয় থাকায় প্রতিনিয়ত এই এলাকায় বাড়ছে শীত।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল প্রকৃতি। দুপুরের পরে কুয়াশার চাদর ভেদ করে সূর্য উঁকি দিতে পারলেও ছড়াতে পারেনি উত্তাপ। ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো কুয়াশাপাত শীতের তীব্রতাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ।
দুর্ঘটনা এড়াতে সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। নেহায়েত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না কেউই। তবে শ্রমজীবী মানুষ আর খেতমজুররা জীবিকার তাগিদে বাধ্য হয়ে কাজে নেমেছেন।
নীলফামারীর ডিমলা আবহাওয়া অফিস জানিয়েছে, গত ১৬ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি, ১৫ জানুয়ারি ১০ ডিগ্রি সেলসিয়াস ও ১৪ জানুয়ারি ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
ডিমলা আবহাওয়া দপ্তরের পর্যবেক্ষক জামাল উদ্দীন মুঠোফোনে জানান, চার দিন ধরে ওঠানামা করছে তাপমাত্রা। ভবিষ্যতে আরো কয়েক দিন আবহাওয়া এ রকম স্থিতাবস্থায় থাকবে।
/এআই/