দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৭ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৯০৬ জনে।
অন্যদিকে নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার নেমে এসেছে সোয়া ৪ শতাংশের নিচে (৪ দশমিক ২৩)। রোববার (১৭ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ে ১৯৯টি পরীক্ষাগারে ১৩ হাজার ৪৪৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৪ লাখ ৫৭ হাজার ৪৫৩টি। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে ৫৬৯ জন। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২৭ হাজার ৬৩২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৮১ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৪ লাখ ৭২ হাজার ৪৩৭ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ৪ দশমিক ২৩ শতাংশ এবং এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৫ দশমিক ২৬ শতাংশ। মোট রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮৯ দশমিক ৫৪ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২৩ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ৬ জন এবং ষাটোর্ধ্ব ১৬ জন রয়েছে। বিভাগ অনুযায়ী ঢাকা বিভাগের ১৬ জন, ময়মনসিংহে ২ জন, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও রংপুরে ১ জন করে রয়েছে।
/এসআইএম/শাআ/