ব্রিসবেন টেস্টে ঘুরে দাঁড়িয়েছে ভারত। ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুরের চমৎকার ব্যাটিং ভারতকে ভালোভাবে ম্যাচে ফিরিয়ে এনেছে। ফলে তৃতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়ার আর একক আধিপত্য নেই। তাদের দুইজনের দুই হাফ সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়ার ৩৬৯ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে ৩৩৬ রান করেছে। দ্বিতীয় ইনিংসে দিন শেষে অষ্ট্রেলিয়া বিনা উইকেটে ২১ রান করেছে। ফলে অস্ট্রেলিয়া এখন ৫৪ রানে এগিয়ে রয়েছে। ক্রিজে আছেন মার্কাস হ্যারিস (১) ও ডেভিড ওয়ার্নার (২০)।
ব্রিসবেন টেস্টে তৃতীয় দিনের বেশির ভাগ সময় জুড়ে ছিলেন ওয়াশিংটন সুন্দর ও শার্দুল ঠাকুর। ভারত এ দিন মোট ৮৫.৪ ওভার ব্যাটিং করার সুযোগ পেয়েছে। তার মধ্যে নতুন এই দুইজন একত্রে ৩৬ ওভার ব্যাটিং করেছেন। এক এক ওভার ব্যাটিং করে ব্যক্তিগত রান বাড়িয়েছেন আর দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন। একই সঙ্গে অস্ট্রেলীয়দের দুঃশ্চিন্তাও বাড়িয়েছেন। স্থান করে নিয়েছেন রেকর্ডের পাতায়। সপ্তম উইকেটে ভারতের ১৮তম জুটি হিসেবে সেঞ্চুরির পার্টনারশিপ গড়েছেন তারা। ১২৩ রানের পার্টনারশিপ তাদের। দুইজনেই হাফ সেঞ্চুরি করেছেন। সুন্দরের সংগ্রহ ছিল ৬২ রান আর শার্দুল ঠাকুর করেছেন ৬৭। দুইজনই প্রথম ইনিংসে তিনটি করে উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতীয় কোনো দুই খেলোয়াড়ের একই ইনিংসে ফিফটি ও তিন উইকেট শিকারের প্রথম কীর্তি এটি।
হাফ সেঞ্চুরি ও তিন উইকেট নিয়ে ওয়াশিংটন সুন্দর এককভাবেও রেকর্ডের পাতায় ঢুকে গেছেন। তৃতীয় ভারতীয় হিসেবে তিনি অভিষেক ম্যাচে তিন উইকেট ও হাফ সেঞ্চুরি করার কৃতিত্ব দেখালেন। তার আগে এ কৃতিত্ব দেখিয়েছেন দুইজন। তাদের একজন হনুমা বিহারী এবং অন্যজন দাত্তু ফাড়কার। বিহারী ২০১৮ সালে এবং ফারকাড় ১৯৪৭ সালে এ কৃতিত্ব দেখিয়েছিলেন। তিনজনই প্রথম ইনিংসে এ কৃতিত্ব গড়েন।
দিনের প্রথম ভাগটা ভারতের জন্য খুব একটা স্বস্তির ছিল না। আগের দিনের ৬২ রানে ২ উইকেট নিয়ে খেলতে নেমে ১২৪ রান করতে আরও ৪ উইকেট হারিয়েছিল। ৬ উইকেটে ১৮৬ রান তখন তাদের। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান চেতশ্বর পুজারা (৮) ও অজিঙ্কা রাহানে (২) তাদের ব্যক্তিগত সংগ্রহ তেমন একটা সমৃদ্ধ করতে পারেননি। পুজারা ২৫ রানে এবং রাহানে ৩৭ রানে আউট হন। ৪৫ রানের পার্টনারশিপ গড়েছিলেন তারা। মাত্র ৩৯ রানের ব্যবধানে নির্ভরযোগ্য এ দুই ব্যাটসম্যানের বিদায় হয়।
মায়াঙ্ক আগরওয়াল (৩৮) ও ঋষভ পন্ত (২৩) রানে আউট হবার পর ভারতকে দ্রুত গুটিয়ে দেবার স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। দুইজনের উইকেট শিকার করেন জশ হ্যাজেলউড। কিন্তু তাদের সে স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেন শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর। ক্যারিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে সুন্দর যেমন সতীর্থদের চমকে দিয়েছেন তেমনি প্রতিপক্ষকেও। প্রথম ম্যাচে সুন্দর এতটা যে দুঃশ্চিন্তার কারণ হবে তা হয়তো ভাবতেই পারেননি অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন। শেষ পর্যন্ত মিচেল স্টার্কের বলে ক্যামেরন গ্রিনের হাতে ধরা পড়ে শেষ হয় তার বীরোচিত ইনিংস। আর শার্দুল ঠাকুর কামিন্সের বলে বোল্ড হন।
অভিষেক টেস্টে টি নটরাজ ১ রান করেছেন। তারপরও তার কথাটা বলতেই হয়। অভিষেকে যে শূন্য রানে আউট হননি তাতেই তিনি খুশি। প্রথম শ্রেণীর ম্যাচে আগের ১০ ইনিংসে তারা মোট রান এই এক ইনিংসের চেয়েও কম। ১ রানে অপরাজিত থাকেন তিনি। ভারতের শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মোহাম্মদ সিরাজ। জশ হ্যাজেলউডের বলে বোল্ড হন তিনি। হ্যাজেলউডের এটি ছিল পঞ্চম উইকেট।
/এসএইচ/