মিম মানতাশা। প্রতিশ্রুতিশীল এই অভিনেত্রী শোবিজে পা রাখেন লাক্স চ্যানেল আই প্রতিযোগিতার মধ্য দিয়ে। কাজ করেছেন নাটক, টেলিফিল্ম ও ওয়েব সিরিজে। নিজের কাজ ও অন্যান্য বিষয়ে সারাক্ষণ এর সঙ্গে কথা বলেছেন মিম।
সারাক্ষণ : মিডিয়ায় আপনার শুরুটা কিভাবে?
মিম মানতাশা : লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়েই মিডিয়াতে আমার পথচলা শুরু। এখান থেকে অনেক কিছুই শিখেছি। মিডিয়াতে কাজ করার অভিজ্ঞতা আগে একেবারেই ছিল না। নাটক-সিনেমা দেখে তো আর মিডিয়ায় কাজ করা যায় না। শুরু থেকেই ভালো একটা গ্রুমিং পেয়েছি। এ কারণেই এখন মিডিয়াতে কাজ করতে খুব বেশি সমস্যা হচ্ছে না।
সারাক্ষণ : মিডিয়াতে নতুনদের জন্য এই প্লাটফর্ম কতোটা জরুরি?
মিম মানতাশা : এই প্লাটফর্মে শুরুতেই ভালো একটা গ্রুমিং পাওয়া যায়। জানা যায় মিডিয়াতে কিভাবে নিজেকে টিকিয়ে রাখতে হয়। মৌলিক বিষয়গুলো শেখা যায়। অভিনয় ক্যারিয়ারে এটি অনেক বড় ভূমিকা রাখে। অভিনয়ে ক্যারিয়ার গড়তে চাইলে এই প্লাটফর্মে আসা উচিত।
সারাক্ষণ : বর্তমানে কী নিয়ে ব্যস্ত?
মিম মানতাশা : এখন একটু রিলাক্সে আছি। অল্প কিছু কাজ করছি। তাছাড়া বাসায় সময় কাটাচ্ছি। নিজেকে সুস্থ রেখে, নিজেকে আরও বেশি গোছানোর চেষ্টা করছি। যেহেতু আমি চারুকলার শিক্ষার্থী, সেহেতু আঁকাআঁকি আমার করতেই হয়। তাই আঁকাআঁকির পেছনেই বেশি সময় যাচ্ছে।
সারাক্ষণ : আপনি ওয়েব সিরিজে কাজ করেছেন। নাটক এবং ওয়েবে কাজের পার্থক্যটা আসলে কোথায়?
মিম মানতাশা : নাটকের চেয়ে ওয়েব সিরিজ বেশি স্বাচ্ছন্দ্যের। নাটকের শিডিউল খুব টাইট থাকে। দুই-তিন দিনের মধ্যে শুটিং শেষ করতে হয়। তাড়াহুড়ো থাকায় অনেক সময় ভালোভাবে কাজটি করা সম্ভব হয় না। এদিকে ওয়েব সিরিজের ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো থাকে না। ফলে ভালোভাবে নিজেকে আরো বেশি সময় দেয়া যায়। এজন্য কাজটাও ভালো হয়।
সারাক্ষণ : ওয়েব সিরিজের ভবিষ্যৎ কেমন মনে হচ্ছে?
মিম মানতাশা : ওয়েব সিরিজের ভবিষ্যৎ বেশ ভালো। তবে কাজের মান ভালো রাখতে হবে। আর ওটিটি প্লাটফর্ম আন্তর্জাতিকভাবেই জনপ্রিয় হয়ে উঠছে।
সারাক্ষণ : সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ।
মিম মানতাশা : সারাক্ষণ-কেও অনেক ধন্যবাদ।