'ইয়ারিয়ান' সিনেমা দিয়ে ২০১৪ সালে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন দিব্যা খোসলা কুমার। তিনি একাধারে মডেল, অভিনেত্রী, প্রযোজক ও পরিচালক। বলিউডে নিজের পথচলা ও নির্মাতা হওয়ার পেছনের নানা গল্প তিনি শুনিয়েছেন টাইমস অব ইন্ডিয়াকে।
টাইমস অব ইন্ডিয়া : বলিউডে একজন নারী নির্মাতা হিসেবে কাজ করা কি সহজ ছিল?
দিব্যা খোসলা কুমার : নারী-পুরুষ মূল বিষয় নয়, যে কোনো কাজই কঠিন। কোনো কাজ করতে গেলে বিভিন্ন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। মনোযোগ রেখে ধৈর্য নিয়ে কাজ করতে হবে। নারী বলে নিজেকে দুর্বল ভাবা যাবে না। আমার প্রথম সিনেমা 'আব তুমহারে হাওয়ালে ওয়াতন সাথিয়ো'-তে যখন শুটিংয়ে ছিলাম তখন সেটে খুব বেশি নারী ছিলেন না। কিন্তু এখন আমি যখন 'সত্যমেব জয়তে ২' সিনেমার জন্য শুটিং করছি তখন দেখছি সেটে অনেক নারী রয়েছেন। ক্যামেরা টিম, কস্টিউম টিম এমনকি পরিচালনা টিমেও নারী রয়েছেন। আমি অনেক গর্বিত। নির্মাতা হওয়া সহজ নয়, এখানে নারী-পুরুষে কিছু যায় আসে না।
টাইমস অব ইন্ডিয়া : কোন কোন নারী নির্মাতা আপনাকে অনুপ্রাণিত করেছেন?
দিব্যা খোসলা কুমার : অনেকেই আছেন। তবে তাদের মধ্যে জয়া আখতার, ফারাহ খান ও মেঘনা গুলজারের কাজ আমাকে মুগ্ধ করে।
টাইমস অব ইন্ডিয়া : মডেলিং থেকে অভিনয়, তারপর পরিচালনা থেকে প্রযোজনা, পুরো জার্নিটা কেমন ছিল?
দিব্যা খোসলা কুমার : আসলে আমার পথচলার ধরন একটু আলাদা ছিল। যখন আমি দিল্লি থেকে মুম্বাইর উদ্দেশে রওনা হই, তখন মুম্বাই সম্পর্কে তেমন কিছুই জানতাম না। তেমন কোনো পরিচালক অথবা অভিনেতা-অভিনেত্রীকেও চিনতাম না। তখন নিজে নিজেই প্রথম সিনেমার অডিশন দেয়ার সিদ্ধান্ত নিই। বলতে গেলে হঠাৎ করেই সিদ্ধান্তটি নিয়েছিলাম। কাজ করার সময় একটি কথা-ই মাথায় ছিল। এখানে কঠোর পরিশ্রম করে টিকে থাকতে হবে। তবে আমি এখনো শেখার মধ্যে নিজেকে নিয়োজিত রেখেছি।
টাইমস অব ইন্ডিয়া : সিনেমা নিয়ে ছোটবেলা থেকেই উৎসাহী ছিলেন?
দিব্যা খোসলা কুমার : না, আমি একেবারেই উৎসাহী ছিলাম না। এছাড়া আমি সিনেমাও খুব কম দেখেছি। বেশ পড়ুয়া ছিলাম। মা আমাকে সিনেমা দেখার বিষয়ে খুব বেশি উৎসাহ দেননি। হলে গিয়ে প্রথম যে সিনেমাটি দেখেছিলাম সেটি হচ্ছে ‘হাম আপনে হ্যায় কৌ'।
টাইমস অব ইন্ডিয়া : কর্মক্ষেত্র এবং ব্যক্তিগত জীবন একসঙ্গে কিভাবে পরিচালনা করেন?
দিব্যা খোসলা কুমার : আমি যে কাজই করি, চেষ্টা করি শতভাগ দিতে, যাতে পেছনে ফিরে তাকাতে না হয়। সন্তান হোক কিংবা আমার কাজ, আমি সর্বোচ্চটা দিই। আমার মনে হয়, যত বেশি আপনি দেবেন, ততই সন্তুষ্টি আসবে।
টাইমস অব ইন্ডিয়া : সামনে কী কী কাজ রয়েছে?
দিব্যা খোসলা কুমার : মে মাসের ১২ তারিখে ঈদ উপলক্ষে আমার 'সত্যমেব জয়তে ২' সিনেমাটি মুক্তি পাবে। এই সিনেমায় জন আব্রাহামকে অভিনয় করতে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করেছে মিলাপ জাভেরি। এই সিনেমায় দর্শক আমাকে দেখতে পাবেন। আশা করছি আমার অভিনয় সবাইকে আনন্দ দেবে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া