রোহিত শর্মাকে টেস্ট ক্রিকেটে নিজের প্রিয় এক খাদ্যে (বানি) পরিণত করেছেন নাথান লায়ন। শনিবার গ্যাবায় তাঁর হাতে সর্বোচ্চ ষষ্ঠবারের মতো আউট হলেন ভারতীয় ওপেনার ও সহ-অধিনায়ক।
লায়নের ওপর চড়াও হতে গেলেই যেন সেই ব্যাটসম্যানের মৃত্যুঘণ্টা বাজিয়ে দিতে সময় নেন না। টেস্টে সর্বোচ্চ ছয়বার রোহিতকে আউট করে সেটি প্রবাদে পরিণত করেছেন অস্ট্রেলীয় অফস্পিনার। নিজের শততম টেস্টে লায়নের চোখ এখন ঋষভ পন্তের দিকে, ভারতের উইকেটকিপার-ব্যাটসম্যানের ‘মাস্তানি’টা দেখে নিতে চান ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে। দ্বিতীয় দিনের চা বিরতির আগে দারুণ ব্যাট করতে থাকা রোহিতকে ৪৪ রানের মাথায় ওয়াইড মিড অনে মিচেল স্টার্কের হাতে ক্যাচ বানিয়েছেন। তারপরই বলেছেন তাঁর পরবর্তী প্রধানতম লক্ষ্যের কথা, ‘ঋষভ (পন্ত) সবসময়ই আমাকে তোলাধোনা করতে চায়। আমার সঙ্গে তার দারুণ লড়াই চলে। আমি এখন তাকে বল করার জন্য মুখিয়ে আছি।’
সিডনি টেস্টে ৪০৭ রানের বিশাল লক্ষ্য সামনে নিয়েও ভারত একটা সময় জয়ের আশা জাগিয়েছিল ওই পন্তের কারণেই। অস্ট্রেলীয় বোলারদের চড়তে না দিয়ে পন্ত পাল্টা আক্রমণ করেন। লায়নকে বলতে গেলে তুলাধোনা করছিলেন। তাঁর এক ওভারেই টানা দুই ছক্কা। মুহূর্তেই পৌঁছে যান সেঞ্চুরির কাছে। কিন্তু ৯৭ রানে লায়নই পন্তকে আউট করেন গালিতে ক্যাচ বানিয়ে।
গ্যাবায় পন্তকে আউট করার একটা পথ দ্বিতীয় দিনেই পেয়ে গেছেন লায়ন, ‘আমার স্বাভাবিক বোলিং লাইনটা হলো পেইনের (উইকেটকিপার) ডান হাতের গ্লাভস বরাবর, অফস্টাম্পের ফুট খানেক বাইরে। ওখানে চমৎকার একটা ফাটল হয়েছে এবং আশা করি ওটা থেকে সুবিধা নিতে পারবো।’
দারুণ ছন্দে ছিলেন, সেট হয়ে গিয়েছিলেন। এমন সময় লায়নকে ছক্কা মেরে পঞ্চাশে পৌঁছানোর সাধ জাগে রোহিতের, কিন্তু উড়িয়ে মেরে ধরা পড়েন স্টার্কের হাতে। ক্রিকেটীয় বিচারে এটি ব্যাটসম্যানের ‘আত্মহত্যা’। সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ভারতের ক্রিকেট সমাজে। এগিয়ে যাওয়ার রাস্তায় থাকা দলের সর্বনাশ করেছেন রোহিত!
ভারত নিজেদের যে কিংবদন্তির নামে খোদাই করা ট্রফিটির জন্য লড়ছে, সেই সুনীল গাভাস্কার রোহিতের হঠকারী ব্যাটিং দেখে রেগেমেগে বলেছেন, ‘কেন এই দায়িত্বজ্ঞানহীন শট? লংয়ে ফিল্ডার রয়েছে, স্কোয়ার লেগে রয়েছে, তারপরেও এমন শট! এমন শটের জন্যে কোনো অজুহাত নয়।’ বৃষ্টি চা বিরতির পর আর খেলা হতে দেয়নি। দিনের খেলা শেষে রোহিত সংবাদ সম্মেলনে বলেছেন এমন শট খেলে কোনো অনুশোচনা হচ্ছে না তাঁর, ‘এই নিয়ে অনুশোচনা করতে রাজি নই। আমি জায়গামতোই পৌঁছে গিয়েছিলাম। সংযোগটা ঠিকমতো হয়নি। পিচে বাউন্স ছিল, বল ব্যাটে আসছিল, এমনটাই আমি পছন্দ করি। বোলারদের ওপর উল্টো চাপ সৃষ্টি করাই আমার লক্ষ্য ছিল।’
তৃতীয়দিন চেতেশ্বর পূজারা ও অজিঙ্কে রাহানের ব্যাটে অনেক কিছু নির্ভর করবে ভারতের। কিন্তু লায়ন ওঁদের দুজনকে নিয়ে কিছু বলেননি। অস্ট্রেলীয় অফস্পিনারের ভাবনা পন্তকে নিয়ে, তাঁর মাস্তানি দেখে নিতে চান! স্বভাবগত আক্রমণাত্মক ব্যাটসম্যান পন্তও কি রোহিতের দর্শন নিয়ে লায়নের মুখোমুখি হবেন?
/পিকে/