টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। নিখিলের সঙ্গে এই তারকার সংসার ভাঙার গুঞ্জন অনেকদিন ধরেই টালিপাড়ায় শোনা যাচ্ছে। যশের সঙ্গে প্রেমের জেরেই নাকি তাদের সংসারে ঝড় বইছে!
সংসার ভাঙার গুঞ্জনকে পাত্তা না দিয়ে বরং জীবনকে বেশ উপভোগ করছেন নুসরাত। এই অভিনেত্রী-সাংসদের ফেসবুক হ্যান্ডলে তাকালেই তা বোঝা যাবে। বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে বেশ আবেদনময়ী পোশাক ও ভঙ্গিমায় দেখা গেছে। হলুদ রঙের স্বল্পবসনে দেহের অনেকটা অংশ তিনি উন্মুক্তই রেখেছেন।
ছবি শেয়ার করে ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘চিন্তার খোরাক : সেসব বিষয় নিয়ে কাজ করছি, যা আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না- আমার আনন্দ’। ছবিগুলো নিয়ে নেটিজেনরা বেশ সমালোচনায় মেতেছেন। কেউ ইতিবাচকভাবে নিচ্ছেন তো কেউ আবার নেতিবাচকভাবে নিচ্ছেন।
মুখে স্বীকার না করলেও, নিখিলের সঙ্গে নুসরাতের সম্পর্কের টানাপোড়েন ভক্তদের দৃষ্টি এড়াতে পারেনি। সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন। একসঙ্গে থাকছেনও না। নুসরাত এখন থাকছেন বাবা-মায়ের সঙ্গে। এমনকি কয়েকদিন আগে নুসরাতের জন্মদিনের পার্টিতেও আসেননি নিখিল।
সামনেই আসছে নুসরাতের সিনেমা ‘ডিকশনারি’। এটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু। এই সিনেমায় স্মিতা সান্যালের চরিত্রে দেখা যাবে নুসরাতকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস