নিজের ৭৯তম জন্মদিনের অনুষ্ঠানে গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার
"তৃপ্তির চেয়ে প্রাপ্তির পেছনে আমরা বেশি দৌড়াচ্ছি। যার কারণে সেই প্রাপ্তিটা উপযুক্ত পরিমাণে আমাদের কাছে না এলে আমরা নিজেদের কিছুটা ব্যর্থ মনে করি। আমি সেটা মনে করি না। সৃজনশীল ব্যক্তিদের দরকার হলো সৃজন করা। সৃজন যখন মানুষের কাছে আদৃত হবে, মানুষের কাছে যখন প্রতিষ্ঠিত হবে, মনে হবে আমার জীবনে না চাইতেও আমি অনেক কিছু পেয়ে গেলাম।"
‘ওভারনাইট বান্দরবানে পাঠিয়ে দেব’- বিজ্ঞাপনের এই সংলাপ চাকরিতে বদলি এবং বান্দরবান সম্পর্কে বিরূপ ধারণা সৃষ্টি করছে উল্লেখ করে এই বিজ্ঞাপনের প্রচার বন্ধ করতে বলেছে সংসদীয় কমিটি। আপনিও কি তা মনে করেন?